Skip to main content

সহজে USB pan drive Bootable করতে ব্যবহার করুন Rufus

উবুন্টুতে ১৬.০৪/১৮.০৪/ এলটিওএস এ ভার্নিশ ক্যাশ সার্ভার ইন্সটল

Install Varnish cache on Ubuntu 16.04/18.04 LTS
Install Varnish cache on Ubuntu 16.04/18.04 LTS

উবুন্টুতে ভার্নিশ ক্যাশ সার্ভার ইন্সটল করতে চাইলে আপনি টার্মিনালটি দ্রুত চালু করতে কমান্ডটি সার্ভারে চালান।  কমান্ডটি আপনার সিস্টেমে বার্নিশ ক্যাশ সর্বশেষ সংস্করণ ইনস্টল হবে না ।

যদি আপনার ভার্নিশের সর্বশেষ সংস্করণটি প্রয়োজন হয় তবে আপনি নিজে নিজে কম্পাইল করতে হবে এবং ইন্সটল করতে হবে। এই পোস্টটি নতুন ব্যবহারকারীদের জানতে সহায়তা করবে  যে কীভাবে উবুন্টু 16.04/18.04 এলটিএস সার্ভারে  সর্বশেষ ভার্নিশ ক্যাশ 6.0 কম্পাইল এবং ইন্সটল করা যায় ।

ভার্নিশ ক্যাশ 6.0 জন্য, আমরা Apache2 ওয়েব সার্ভার ইনস্টল করব এবং লিসেনিং পোর্ট 8080 তে কনফিগার করব। তারপর ওয়ার্নিশ ইনস্টল করে এবং লিসেনিং পোর্ট 80 কনফিগার করলে ভার্নিশ ক্যাশ Apache সার্ভারের  সকল রিকুয়েস্ট ক্যাশ করবে।

Install Varnish cache on Linux/Debian/Ubuntu 16.04/18.04 LTS Server
এই জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:



Step 1: Install Apache2 HTTP Server To install Apache2 on Ubuntu run the commands below

sudo apt-get update

sudo apt-get install apache2

sudo systemctl stop apache2.service

sudo systemctl start apache2.service

sudo systemctl enable apache2.service



গতানুগতিকভাবে Apache2 HTTP  এর  জন্য 80 পোর্ট  এবং HTTPS এর  জন্য443  পোর্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ড তৈরি করবে । ভার্নিশ পোর্ট 80 এর পরিবর্তে 8080 পোর্ট যোগাযোগ করাতে চাই। এজন্য Apache2 কনফিগার করার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:

sudo nano /etc/apache2/ports.conf


তারপর নিশ্চিত হউন যেন নিজের লাইনগুলোর মত হয়েছে কিনা:
# have to change the VirtualHost statement in

# /etc/apache2/sites-enabled/000-default.conf

Listen 127.0.0.1:8080


তারপর নিচের কমান্ডটি টার্মিনালে দিয়ে এন্টার চাপুন Apache2 default virtualhost কনফিগারেশন ফাইলটি ওপেন হবে।

sudo nano /etc/apache2/sites-available/000-default.conf

তারপর নিচে দেখানো অনুযায়ী পরিবর্তন করুন।

<VirtualHost 127.0.0.1:8080>

তারপর Ctrl+X চাপুন তারপর Y চাপুন। এখন নিচের কমান্ডটি চালিয়ে Apache2 সার্ভারকে রিস্টার্ট দিন।

sudo systemctl restart apache2.service

এবার ব্রাউজারে আপনার server IP/ hostname:8080 লিখুন, ex. http://localhost:8080

Comments

Popular posts from this blog

প্রয়োজনীয় একটি সফটওয়্যার হয়তো কাজে আসতে পারে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সম্পর্কে বলব সফটওয়্যার নাম "Volume2"।সবার সব জিনিস কাজে লাগে না...।কিন্তু আমার মনে হয় আজ আমি আপনাদের যে সফটওয়্যার এর কথা বলতেছি সেটি হইতো অনেকের কাজে আসতে পারে। সফটওয়্যারটির  মাধ্যমে  আপনি আপনার কম্পিউটার এর ভলিউম মাউস এর সাহায্যে খুব সহজে control করতে পারবেন।যাক এবার ডাউনলোড করে ব্যবহার করে দেখেন কেমন লাগে। Download

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান। Anvsoft SynciOS একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি সহজেই আইটিউনস ব্যবহার না করেই আপনার iOS ডিভাইস পরিচালনা করতে পারেন, এটি একটি খুব সহজ ইন্টারফেস যা একটি অ্যাপল প্রোগ্রামের তুলনায় আরো সুবিধাজনক। অ্যাপ্লিকেশানটি ব্যবহার শুরু করতে, আপনার কম্পিউটারে যেমন আইপ্যাড, আইপড টাচ, বা আইফোন আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন এবং প্রোগ্রামটি খুলুন।কয়েক সেকেন্ডের পরে, প্রোগ্রামটি আপনার ডিভাইস সনাক্ত করবে। আপনাকে এটি পরিচালনা করার জন্য প্রোগ্রামটিকে অনুমতি দিতে হবে। Transfer files from Iphone, ipad and ipod to PC   Download  আপনি সহজেই মাউস দিয়ে সকল ফাইল নির্বাচন করতে পারবেন এবং যে ফোল্ডারটি কম্পিউটারে বা কম্পিউটার থেকে আইফোন পাঠাতে পারেন, আপনি আইফোন মেমরিতে সঞ্চিত গান এবং ভিডিওগুলির সাথেও এটি করতে পারেন। একইভাবে, প্রোগ্রাম ইন্টারফেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনগুলি মুছে ফেলতে বা হার্ড ডিস্কে স্টোরেজগুলির জন্য অ্যাপ্লিকেশনের ব্যাকআপ কপি করতে পারেন। SynciOS একটি iTunes এর জন্য চমৎকার বিকল্প, যেকোন iOS ডিভাইস পরিচালনা করার জন্য একটি আদ

বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট!

বেশি দেওয়ার বেলাই বাংলালিঙ্ক চ্যাম্পিয়ন। বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট! Banglalink 3gb internet@42tk অফারের বিস্তারিতঃ অফারটি পেতে ৪২ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *5000*42# ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকরা যত খুশি ততবার অফারটি নিতে পারবেন 2GB ডাটা যেকোনো কাজে ব্যবহার করা যাবে এবং বাকি 1GB ডাটা মেয়াদ থাকা অবস্থায় ২৪ ঘন্টা ফেসবুকের জন্য ব্যবহার করা যাবে রেগুলার ভলিউম ও ফেসবুক ভলিউমের মেয়াদ ২ দিন (কেনার দিনসহ) রেগুলার ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *124*50# (রিচার্জে প্যাক কিনলে) অথবা *5000*500# (ইউএসএসডি-এর মাধ্যমে প্যাক কিনলে)। ফেসবুক ব্যালেন্স জানতে ডায়াল *124*26# প্যাকের মূল্য ভ্যাট, এসডি ও এসসিসহ প্যাকটি শেষ হয়ে যাওয়ার পর, গ্রাহকরা ১ টাকা/MB (ট্যাক্সসহ) PAYG রেটে ডাটা ব্যবহার করতে পারবেন, 10KB পালস্ প্রযোজ্য যেকোনো প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই স্পেশাল প্যাকটি কিনতে পারবেন ইন্টারনেট ডাটা স্পিড গ্রাহকের ডিভাইস, ব্যবহার এবং নেটওয়ার্কের উপর নির্ভর করবে । অফার সোর্স বাংলালিংক