Skip to main content

সহজে USB pan drive Bootable করতে ব্যবহার করুন Rufus

উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেম

উবুন্টু ( Ubuntu ) একটি ওপেন সোর্স কম্পিউটার অপারেটিং লিনাক্স সিস্টেম ডিস্ট্রিবিউশন যেটি ডেবিয়ান লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। উবুন্টুর তিনটি সংস্করণ রয়েছেঃ পিসির জন্যে উবুন্টু ডেস্কটপ, ক্লাউড ও সার্ভারের জন্যে উবুন্টু সার্ভার এবং ইন্টারনেট অব থিংসের জন্যে উবুন্টু কোর। উবুন্টুর নতুন সংস্করণ প্রতি ছয় মাস অন্তর প্রকাশ করা হয়, যেখানে দীর্ঘ সমর্থিত শাখাগুলো প্রতি দুই বছর অন্তর প্রকাশ করা হয়।উবুন্টুর পেছনে রয়েছে ক্যানোনিকেল নামের একটি সংগঠন। ক্যানোনিকেল বিনামূল্যের নির্ভরযোগ্য নিরাপত্তা হালনাগাদ প্রদান করে প্রতিটি সংস্করণের সাথেই, প্রকাশের তারিখ থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। উবুন্টুর সাথে সংযুক্ত প্রিমিয়াম সেবা বিক্রির মাধ্যমে ক্যানোনিকেল লিমিটেড মুনাফা অর্জন করে। উবুন্টুতে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজের উপর ভিত্তি করে। এর অধিকাংশই ফ্রি সফটওয়্যার লাইসেন্সের অধিনে প্রকাশিত।

Ubuntu Linux distribution Operating System
Ubuntu Linux distribution Operating System


Ubuntu Desktop  Download 

Ubuntu  Server    Download 

এই ধরনের সফটওয়্যার মুক্ত সফটওয়্যার নামে পরিচিত। তবে মূল অনুমতিপত্র হিসাবে ব্যবহার করা হয় গনু জিপিএল এবং গনু এলজিপিএল। এই অনুমতিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ব্যবহারকারীরা এটি চালানো, নকল করা, বিতরণ করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা এবং এর উপর ভিত্তি করে নতুন কোন সফটওয়্যার প্রকাশের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। ক্যানোনিকাল লিমিটেড নামের যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান উবুন্টুর প্রধান পৃষ্ঠপোষক। মার্ক শাটলওয়ার্থ নামের দক্ষিণ আফ্রিকান এক উদ্যোক্তা এই প্রতিষ্ঠঅনের মালিক। উবুন্টু ফ্রি এবং মুক্ত সফটওয়্যার হিসাবে বিতরণের উদ্দেশ্যে ক্যানোনিকাল কমিউনিটি ডেভলপারদের সহযোগীতা নিয়ে থাকে। উবুন্টু, অপারেটিং সিস্টেম হিসাবে বিক্রি করে লাভবান না হয়ে উবুন্টু ভিত্তিক বিভিন্ন সেবা এবং পেশাদার মানের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মুনাফা লাভ করে।

ক্যানোনিকাল প্রতি ৬ মাস পরপর উবুন্টুর নতুন সংস্করণ প্রকাশ করে। সাধারণভাবে এই সংস্করণসমূহ ব্যবহার করার ক্ষেত্রে পরবর্তী ১৮ মাস পর্যন্ত সহযোগীতা করা হয়ে থাকে। নিরাপত্তা ত্রুটি,প্যাচ, সফটওয়্যার সমূহ এবং মূল অপারেটিং সিস্টেমের বাগ ইত্যাদি সংশোধন করা এবং সফটওয়্যার সমূহের ছোট হালনাগাদ সমূহ প্রকাশ করে। এলটিএস বা দীর্ঘ সমর্থিত সংস্করণ সমূহ প্রতি দুই বছর পর পর প্রকাশ করা হয়ে থাকে এবং এর ডেক্সটপ সংস্করণ পরবর্তী তিন বছর এবং সার্ভার সংস্করণগুলো ব্যবহারে পরবর্তী পাঁচ বছর সহায়তা করা হতো, যদিও উবুন্টু ১২.০৪ থেকে ডেক্সটপ সংস্করণ এবং সার্ভার সংস্করণগুলো ব্যবহারে পরবর্তী পাঁচ বছর হালনাগাদসহ এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে । বর্তমানে উবুন্টুর সর্বশেষ সংস্করণ হল উবুন্টু ১৮.০৪(বায়োনিক বিভর)। এটি প্রকাশ করা হয় ২৬ এপ্রিল, ২০১৮ তারিখে। উয়িকিপিডিয়া থেকে সংগৃহীত।

Comments

Popular posts from this blog

প্রয়োজনীয় একটি সফটওয়্যার হয়তো কাজে আসতে পারে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সম্পর্কে বলব সফটওয়্যার নাম "Volume2"।সবার সব জিনিস কাজে লাগে না...।কিন্তু আমার মনে হয় আজ আমি আপনাদের যে সফটওয়্যার এর কথা বলতেছি সেটি হইতো অনেকের কাজে আসতে পারে। সফটওয়্যারটির  মাধ্যমে  আপনি আপনার কম্পিউটার এর ভলিউম মাউস এর সাহায্যে খুব সহজে control করতে পারবেন।যাক এবার ডাউনলোড করে ব্যবহার করে দেখেন কেমন লাগে। Download

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান। Anvsoft SynciOS একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি সহজেই আইটিউনস ব্যবহার না করেই আপনার iOS ডিভাইস পরিচালনা করতে পারেন, এটি একটি খুব সহজ ইন্টারফেস যা একটি অ্যাপল প্রোগ্রামের তুলনায় আরো সুবিধাজনক। অ্যাপ্লিকেশানটি ব্যবহার শুরু করতে, আপনার কম্পিউটারে যেমন আইপ্যাড, আইপড টাচ, বা আইফোন আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন এবং প্রোগ্রামটি খুলুন।কয়েক সেকেন্ডের পরে, প্রোগ্রামটি আপনার ডিভাইস সনাক্ত করবে। আপনাকে এটি পরিচালনা করার জন্য প্রোগ্রামটিকে অনুমতি দিতে হবে। Transfer files from Iphone, ipad and ipod to PC   Download  আপনি সহজেই মাউস দিয়ে সকল ফাইল নির্বাচন করতে পারবেন এবং যে ফোল্ডারটি কম্পিউটারে বা কম্পিউটার থেকে আইফোন পাঠাতে পারেন, আপনি আইফোন মেমরিতে সঞ্চিত গান এবং ভিডিওগুলির সাথেও এটি করতে পারেন। একইভাবে, প্রোগ্রাম ইন্টারফেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনগুলি মুছে ফেলতে বা হার্ড ডিস্কে স্টোরেজগুলির জন্য অ্যাপ্লিকেশনের ব্যাকআপ কপি করতে পারেন। SynciOS একটি iTunes এর জন্য চমৎকার বিকল্প, যেকোন iOS ডিভাইস পরিচালনা করার জন্য একটি আদ

বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট!

বেশি দেওয়ার বেলাই বাংলালিঙ্ক চ্যাম্পিয়ন। বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট! Banglalink 3gb internet@42tk অফারের বিস্তারিতঃ অফারটি পেতে ৪২ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *5000*42# ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকরা যত খুশি ততবার অফারটি নিতে পারবেন 2GB ডাটা যেকোনো কাজে ব্যবহার করা যাবে এবং বাকি 1GB ডাটা মেয়াদ থাকা অবস্থায় ২৪ ঘন্টা ফেসবুকের জন্য ব্যবহার করা যাবে রেগুলার ভলিউম ও ফেসবুক ভলিউমের মেয়াদ ২ দিন (কেনার দিনসহ) রেগুলার ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *124*50# (রিচার্জে প্যাক কিনলে) অথবা *5000*500# (ইউএসএসডি-এর মাধ্যমে প্যাক কিনলে)। ফেসবুক ব্যালেন্স জানতে ডায়াল *124*26# প্যাকের মূল্য ভ্যাট, এসডি ও এসসিসহ প্যাকটি শেষ হয়ে যাওয়ার পর, গ্রাহকরা ১ টাকা/MB (ট্যাক্সসহ) PAYG রেটে ডাটা ব্যবহার করতে পারবেন, 10KB পালস্ প্রযোজ্য যেকোনো প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই স্পেশাল প্যাকটি কিনতে পারবেন ইন্টারনেট ডাটা স্পিড গ্রাহকের ডিভাইস, ব্যবহার এবং নেটওয়ার্কের উপর নির্ভর করবে । অফার সোর্স বাংলালিংক