Skip to main content

সহজে USB pan drive Bootable করতে ব্যবহার করুন Rufus

বিনা মূল্যে ব্যবহার করুন দ্রুত ফাইল শেয়ারিং অ্যাপ Xender

বিনা মূল্যে ব্যবহার করুন সেরা এবং দ্রুত ফাইল শেয়ারিং অ্যাপ Xender। Xender is a sharing app for android and iPhone. ফাইল স্থানান্তর এবং শেয়ার করার জন্য বিশ্বের নেতৃস্থানীয় অ্যাপ্লিকেশন এর মধ্যে একটি। ব্যবহারকারীদের মোবাইল ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের এবং আকারের ফাইলগুলোকে স্থানান্তর করতে সুবিধা দেয় যা কিনা অ্যান্ড্রয়েড (Android) বা আইওএস (iOS) ভিত্তিক। ডাটা ট্রান্সফারের জন্য কোন প্রকার কেবল বা ওয়াই-ফাই বা মোবাইল ডাটা  ইন্টারনেট প্রয়োজন হয় না।



ফাইল স্থানান্তর এবং শেয়ারিং সেবার প্রদান করার লক্ষ্যে ২০১১ সালে অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছিল। প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহারকারীদের নিষ্ঠার মাধ্যমে বিশ্বে সকলের কাছে জনপ্রিয়। অ্যাপ্লিকেশনটি বিশ্বব্যাপী দল দ্বারা পরিচালিত  এবং সেবার সর্বোচ্চ মান এবং ব্যবহারকারীর নিকট প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী  এবং বাংলা ভাষা সহ ৩০ টিরও বেশি বিভিন্ন ভাষায় ব্যবহার উপযোগী।





 Download Apk  for Android


Xender অ্যাপ্লিকেশনের আরেকটি মজার বিষয় হল ফোন এবং কম্পিউটার বা স্মার্ট টিভির মধ্যে সংযোগ স্থাপন করে ফাইল আদান-প্রধান করতে পারে। সব দিক আমার কাছে মনে হয়েছে Xender sharing app খুব ভাল একটা শেয়ারিং অ্যাপ। ব্যবহার করে দেখুন ভাল লাগবে আশা করি।

কেন ব্যহার করবেন Xender অ্যাপ্লিকেশনটি?
  1.  Shareit মত কোন প্রকার বিজ্ঞাপন নেই
  2. অত্যন্ত দ্রুত ফাইল আদান-প্রদান
  3. যেকোন ডিভাইস থেকে আদান-প্রদান
  4. ব্লুটুথ এর চেয়ে দ্রুত
  5. এয়ারড্রপ এর চেয়ে সহজ
  6. NFC এর প্রয়োজন দরকার হবে না

👉 কোন প্রকার অসুবিধা হলে নিচে মন্তব্য করতে পারেন । 

Comments

Post a Comment

Popular posts from this blog

প্রয়োজনীয় একটি সফটওয়্যার হয়তো কাজে আসতে পারে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সম্পর্কে বলব সফটওয়্যার নাম "Volume2"।সবার সব জিনিস কাজে লাগে না...।কিন্তু আমার মনে হয় আজ আমি আপনাদের যে সফটওয়্যার এর কথা বলতেছি সেটি হইতো অনেকের কাজে আসতে পারে। সফটওয়্যারটির  মাধ্যমে  আপনি আপনার কম্পিউটার এর ভলিউম মাউস এর সাহায্যে খুব সহজে control করতে পারবেন।যাক এবার ডাউনলোড করে ব্যবহার করে দেখেন কেমন লাগে। Download

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান। Anvsoft SynciOS একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি সহজেই আইটিউনস ব্যবহার না করেই আপনার iOS ডিভাইস পরিচালনা করতে পারেন, এটি একটি খুব সহজ ইন্টারফেস যা একটি অ্যাপল প্রোগ্রামের তুলনায় আরো সুবিধাজনক। অ্যাপ্লিকেশানটি ব্যবহার শুরু করতে, আপনার কম্পিউটারে যেমন আইপ্যাড, আইপড টাচ, বা আইফোন আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন এবং প্রোগ্রামটি খুলুন।কয়েক সেকেন্ডের পরে, প্রোগ্রামটি আপনার ডিভাইস সনাক্ত করবে। আপনাকে এটি পরিচালনা করার জন্য প্রোগ্রামটিকে অনুমতি দিতে হবে। Transfer files from Iphone, ipad and ipod to PC   Download  আপনি সহজেই মাউস দিয়ে সকল ফাইল নির্বাচন করতে পারবেন এবং যে ফোল্ডারটি কম্পিউটারে বা কম্পিউটার থেকে আইফোন পাঠাতে পারেন, আপনি আইফোন মেমরিতে সঞ্চিত গান এবং ভিডিওগুলির সাথেও এটি করতে পারেন। একইভাবে, প্রোগ্রাম ইন্টারফেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনগুলি মুছে ফেলতে বা হার্ড ডিস্কে স্টোরেজগুলির জন্য অ্যাপ্লিকেশনের ব্যাকআপ কপি করতে পারেন। SynciOS একটি iTunes এর জন্য চমৎকার বিকল্প, যেকোন iOS ডিভাইস পরিচালনা করার জন্য একটি আদ

বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট!

বেশি দেওয়ার বেলাই বাংলালিঙ্ক চ্যাম্পিয়ন। বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট! Banglalink 3gb internet@42tk অফারের বিস্তারিতঃ অফারটি পেতে ৪২ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *5000*42# ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকরা যত খুশি ততবার অফারটি নিতে পারবেন 2GB ডাটা যেকোনো কাজে ব্যবহার করা যাবে এবং বাকি 1GB ডাটা মেয়াদ থাকা অবস্থায় ২৪ ঘন্টা ফেসবুকের জন্য ব্যবহার করা যাবে রেগুলার ভলিউম ও ফেসবুক ভলিউমের মেয়াদ ২ দিন (কেনার দিনসহ) রেগুলার ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *124*50# (রিচার্জে প্যাক কিনলে) অথবা *5000*500# (ইউএসএসডি-এর মাধ্যমে প্যাক কিনলে)। ফেসবুক ব্যালেন্স জানতে ডায়াল *124*26# প্যাকের মূল্য ভ্যাট, এসডি ও এসসিসহ প্যাকটি শেষ হয়ে যাওয়ার পর, গ্রাহকরা ১ টাকা/MB (ট্যাক্সসহ) PAYG রেটে ডাটা ব্যবহার করতে পারবেন, 10KB পালস্ প্রযোজ্য যেকোনো প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই স্পেশাল প্যাকটি কিনতে পারবেন ইন্টারনেট ডাটা স্পিড গ্রাহকের ডিভাইস, ব্যবহার এবং নেটওয়ার্কের উপর নির্ভর করবে । অফার সোর্স বাংলালিংক