Skip to main content

সহজে USB pan drive Bootable করতে ব্যবহার করুন Rufus

উবুন্টু ১৮.০৪ অপারেটিং সিস্টেম ইন্সটল পদ্ধতি

উবুন্টু ১৮.০৪ অপারেটিং সিস্টেম ইন্সটল পদ্ধতি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে উবুন্টু অপারেটিং সিস্টেম কেন ব্যবহার করবেন? উবুন্টু অপারেটিং সিস্টেম হল লিনাক্স ডিস্ট্রিবিশন সিস্টেম। আমরা সবাই জানি লিনাক্স হল ফ্রি বা ওপেনসোর্স অপারেটিং সিস্টেম যা ব্যবহার করতে কোন অর্থ ব্যয় করতে হবে না। যেখানে মাইক্রোসফট উইন্ডোস অপারেটিং ব্যবহার করতে প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে যদি আপনি অরজিনাল লাইসেন্স কিনেন। অনেকে ভাবতে পারেন আমরা তো উইন্ডোস অপারেটিং ব্যবহার করি কিন্তু কোন টাকা ব্যয় হয়না। তার মানে আপনি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেটিং পাইরেটেট অথবা ক্র্যাক অপারেটিং সিস্টেম। উইন্ডোস অপারেটিং এর মত প্রায় সব কাজ আরামসে করতে পারবেন। উবুন্টু অপারেটিং সিস্টেমে প্রায় সকল সফটওয়্যারই ফ্রিতে পাবেন। এই জিনিসটাই ওপেনসোর্স অপারেটিং সিস্টেম সব থেকে বড় সুবিধা। আপন যদি উইন্ডোস ব্যবহারকারী? চিন্তার কোন কারণ নাই  চাইলে আপনার ডাটা অক্ষত রেখে উবুন্টু এবং উইন্ডোস  অপারেটিং সিস্টেম ডুয়েল ব্যবহার করতে পারেন ।

Install ubuntu on your computer
Install ubuntu on your computer


উবুন্টু ১৮.০৪ অপারেটিং সিস্টেমের সুবিধাঃ

  • ওপেনসোর্স অপারেটিং সিস্টেম
  • অপারেটিং স্পিড উইন্ডোস এর তুলায় ফাস্ট
  • আজীবন ফ্রি ব্যহার করতে পারবেন
  • অধিক সিকিউরিটি সিস্টেম বিদ্যমান
  • ভাইরাস আক্রমণের ভয় নেই
  • আলাদা কোন ড্রাইভার ইন্সটল করতে হবে না (বিশেষ ডিভাইস ছাড়া)

উবুন্টু ১৮.০৪ অপারেটিং সিস্টেম ইন্সটল করতে যা যা প্রয়োজন হবেঃ 
  • একটি পেন ড্রাইভ 4GB+
  • অপারেটিং সিস্টেম সচল আছে এমন কম্পিউটার অথবা ল্যাপটপ
  • বুটেবল করার জন্য  Unetbootin সফটওয়ার ডাউনলোড করুন
  • উবুন্টু অপারেটিং সিস্টেম Latest Ubuntu.iso file ডাউনলোড করুন
  •  ফ্রি হার্ডডিস্ক পার্টিশন (৬০জিবি+)
ধাপঃ-১
  • কম্পিউটার এর সাথে পেনড্রাইভ সংযোগ করুন।
  • তারপর Unetbootin সফটওয়ারটি ইন্সটল করে ওপেন করুন নিচের স্ক্রিনশট অনুয়ায়ী করুন
  • তারপর স্টার্ট বাটনে ক্লিক করুন, ব্যাস বুটেবল এর কাজ শেষ।

বুটেবল করার জন্য  Unetbootin সফটওয়ার
বুটেবল করার জন্য  Unetbootin সফটওয়ার

ধাপঃ-২
  • বুটেবল এর কাজ শেষ হলে পেনড্রাইভ টি কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগান।
  • অপারেটিং  না থাকলে ctrl+alt+delete কী একসাথে চেপে ধরে কম্পিউটার রিস্টার্ট দিন।
  • অন্য কোন সিস্টেম সচল না থাকলে বুট হওয়া শুরু হবে। যদি তা না হয়, কম্পিউটার রিস্টার্ট দিয়ে esc কী চাপুন (আপনার ক্ষেত্রে অন্য কীও হতে পারে)।
  • ম্যানুফেকচারিং কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন বুট অপশন কী হতে পারে  দেখে নিন।
  • Name
          Boot Key
    Acer    Esc, F12, F9
    Asus    Esc, F12, F9
    Dell    F12
    Fujistu    Esc, F12
    HP    Esc, F9
    Lenovo    Esc, Novo, F12, F8, F10
    Samsung    Esc, F2, F12
    Sony    Esc, F10, F11
    Toshiba    F12
    Others    Esc, F12
  • Boot from USB অপশন সিলেক্ট করুন ।
  • বুট হলে আপনি একটা ওয়েলকাম স্ক্রীন দেখতে পাবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, উবুন্টু ইন্সটল বা ট্রাই মোডে চালাতে পারেন।
উবুন্টু ১৮.০৪ অপারেটিং সিস্টেম ওয়েলকাম স্ক্রীন
উবুন্টু ১৮.০৪ অপারেটিং সিস্টেম ওয়েলকাম স্ক্রীন


Comments

Popular posts from this blog

প্রয়োজনীয় একটি সফটওয়্যার হয়তো কাজে আসতে পারে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সম্পর্কে বলব সফটওয়্যার নাম "Volume2"।সবার সব জিনিস কাজে লাগে না...।কিন্তু আমার মনে হয় আজ আমি আপনাদের যে সফটওয়্যার এর কথা বলতেছি সেটি হইতো অনেকের কাজে আসতে পারে। সফটওয়্যারটির  মাধ্যমে  আপনি আপনার কম্পিউটার এর ভলিউম মাউস এর সাহায্যে খুব সহজে control করতে পারবেন।যাক এবার ডাউনলোড করে ব্যবহার করে দেখেন কেমন লাগে। Download

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান

আইটিউনস ব্যবহার না করেই iOS ডিভাইসে ফাইল আদান-প্রদান। Anvsoft SynciOS একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি সহজেই আইটিউনস ব্যবহার না করেই আপনার iOS ডিভাইস পরিচালনা করতে পারেন, এটি একটি খুব সহজ ইন্টারফেস যা একটি অ্যাপল প্রোগ্রামের তুলনায় আরো সুবিধাজনক। অ্যাপ্লিকেশানটি ব্যবহার শুরু করতে, আপনার কম্পিউটারে যেমন আইপ্যাড, আইপড টাচ, বা আইফোন আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন এবং প্রোগ্রামটি খুলুন।কয়েক সেকেন্ডের পরে, প্রোগ্রামটি আপনার ডিভাইস সনাক্ত করবে। আপনাকে এটি পরিচালনা করার জন্য প্রোগ্রামটিকে অনুমতি দিতে হবে। Transfer files from Iphone, ipad and ipod to PC   Download  আপনি সহজেই মাউস দিয়ে সকল ফাইল নির্বাচন করতে পারবেন এবং যে ফোল্ডারটি কম্পিউটারে বা কম্পিউটার থেকে আইফোন পাঠাতে পারেন, আপনি আইফোন মেমরিতে সঞ্চিত গান এবং ভিডিওগুলির সাথেও এটি করতে পারেন। একইভাবে, প্রোগ্রাম ইন্টারফেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনগুলি মুছে ফেলতে বা হার্ড ডিস্কে স্টোরেজগুলির জন্য অ্যাপ্লিকেশনের ব্যাকআপ কপি করতে পারেন। SynciOS একটি iTunes এর জন্য চমৎকার বিকল্প, যেকোন iOS ডিভাইস পরিচালনা করার জন্য একটি আদ

বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট!

বেশি দেওয়ার বেলাই বাংলালিঙ্ক চ্যাম্পিয়ন। বাংলালিংক গ্রাহকরা এখন মাত্র ৪২ টাকায় পাচ্ছেন 3GB ইন্টারনেট! Banglalink 3gb internet@42tk অফারের বিস্তারিতঃ অফারটি পেতে ৪২ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *5000*42# ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকরা যত খুশি ততবার অফারটি নিতে পারবেন 2GB ডাটা যেকোনো কাজে ব্যবহার করা যাবে এবং বাকি 1GB ডাটা মেয়াদ থাকা অবস্থায় ২৪ ঘন্টা ফেসবুকের জন্য ব্যবহার করা যাবে রেগুলার ভলিউম ও ফেসবুক ভলিউমের মেয়াদ ২ দিন (কেনার দিনসহ) রেগুলার ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *124*50# (রিচার্জে প্যাক কিনলে) অথবা *5000*500# (ইউএসএসডি-এর মাধ্যমে প্যাক কিনলে)। ফেসবুক ব্যালেন্স জানতে ডায়াল *124*26# প্যাকের মূল্য ভ্যাট, এসডি ও এসসিসহ প্যাকটি শেষ হয়ে যাওয়ার পর, গ্রাহকরা ১ টাকা/MB (ট্যাক্সসহ) PAYG রেটে ডাটা ব্যবহার করতে পারবেন, 10KB পালস্ প্রযোজ্য যেকোনো প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই স্পেশাল প্যাকটি কিনতে পারবেন ইন্টারনেট ডাটা স্পিড গ্রাহকের ডিভাইস, ব্যবহার এবং নেটওয়ার্কের উপর নির্ভর করবে । অফার সোর্স বাংলালিংক